বিশ্বে উদ্বাস্তু ৫ কোটিরও বেশি, বাংলাদেশ ৯ম স্থানে
বিশ্বে সঙ্ঘাত ও সঙ্কটের ফলে বাড়িঘর থেকে বিতাড়িত লোকের সংখ্যা পাঁচ কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো এ সংখ্যা পাঁচ কোটি অতিক্রম করলো। এক্ষেত্রে সিরিয়ার জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুক্রবার জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা এ কথা জানায়। উদ্বাস্তুদের আশ্রয়দানকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে নবম স্থানে।
পাঁচ কোটি লোকের মধে এক কোটি ৬৭ লাখ উদ্বাস্তু, তিন কোটি ৩৩ লাখ নিজ দেশে বাস্তুচ্যুৎ এবং ১২ লাখ লোকের শরণার্থী আবেদন ঝুলে রয়েছে।
গৃহযুদ্ধের কারণে সিরিয়ার ২৫ লাখ লোক উদ্বাস্তু হয়েছে।
ইউএনএইচসিআর জানায়, ২০১৩ সালের শেষ নাগাদ বিশ্বে পাঁচ কোটি ১২ লাখ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়। ২০১২ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ৬০ লাখ বেশি।
ইউএনএইচসিআর’র প্রতিবেদনটি বাংলাদেশকে নবম সর্বাধিক উদ্বাস্তুকে আশ্রয়দানকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতির তুলনায় ধারণ ক্ষমতার দিকে থেকে বাংলাদেশ পৃথিবীর নবম শরণার্থী আশ্রয়দাতা দেশ। পাকিস্তান ও ইরানের মতো উন্নয়নশীল দেশগুলো বেশির ভাগ (৮৬%) শরণার্থীদের আশ্রয় দিয়েছে। অথচ পাশ্চাত্যের দেশগুলো বলে আসছে, তাদের রাস্তাঘাট উদ্বাস্তেুর ঢল নেমেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে দুটি সরকারি শরণার্থী শিবিরে ৩০ হাজারের মতো মিয়ানমার শরণার্থী বসবাস করছে। ক্যাম্পের বাইরে আছে আরো দুই থেকে পাঁচ লাখ অনিবন্ধিত ব্যক্তি।