মধ্যপ্রাচ্যের ৬ রাষ্ট্রদূত সিলেটে
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বিভিন্ন এলাকা ঘুরে দেখতে ৩ দিনের সফরে গেছেন মধ্যপ্রাচ্যের ৬ দেশের রাষ্ট্রদূত। শুক্রবার দুপুরে তারা প্রকৃতি কন্যা জাফলং পরিদর্শন করেন।
সিলেট সফরে আসা রাষ্ট্রদূতরা হলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাহের এম এইচ আবু ইয়াহইয়া, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাদ, ওমানের রাষ্ট্রদূত ওমর মো. রামদান আল বালুশি, লিবিয়ার রাষ্ট্রদূত মাহমুদ এমএম সালাদী, কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম এফ আলী ডাফিরি ও ইরাকের রাষ্ট্রদূত শাকির কাসিম মাহদি আল কাফফাফ।
জানা যায়, সিলেট বিভাগের পাহাড়, নদী, চা বাগান দেখার জন্যই রাষ্ট্রদূতরা সফর করছেন। এর অংশ হিসাবে তারা আজ দুপুরে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে উঠেন। বিকেলে তারা শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে বেড়াতে যান। সেখানে নৈশ্যভোজে অংশ নিয়ে আবারও গ্র্যান্ড সুলতানে ফিরে যান।
আজ শুক্রবার সকাল ১১টায় তারা শ্রীমঙ্গল থেকে সিলেটে পৌঁছেন। এরপর তারা জাফলং যান। সেখানে তারা সারা দিন পিয়াইন নদী ও ওই এলাকার খাসিয়া পল্লী ঘুরে দেখেন।
সিলেট সিটি কর্পোরেশনের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মঈন উদ্দিন মঞ্জু জানান, আজ রাতে রোজভিউ হোটেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সৌজন্যে নৈশভোজে অংশ নেবেন তারা।
শনিবার রাষ্ট্রদূতরা শ্রীমঙ্গল ও মাধবকুন্ড ঘুরে দেখবেন। রোববার সকালে তাদের ঢাকার উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করার কথা রয়েছে।