মেসির খেলা দেখতে স্টেডিয়ামে ম্যারাডোনা

Maradonaনিজ দেশের খেলা বলে কথা। আর সে খেলা দেখতে ও মেসিদের দলকে উৎসাহ দেখাতে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তারকা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। তবে গত বিশ্বকাপের মতো কোচ নয়, দর্শক হিসেবে।
স্টেডিয়ামে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ম্যারাডোনা।
এদিকে খেলার ৯০ মিনিটের শেষে অতিরিক্ত চার মিনিটের প্রথমেই লিওনেল মেসির করা দারুণ এক গোলে হাসলো ম্যারাডোনার আর্জেন্টিনা। আর ঘুরে গেলো খেলার ফলাফল। যে ম্যাচ ড্র ধরে নিয়েছিলেন সবাই, তাতে দারুণ এক শট খেলে নিজের শক্তির জানান দিলেন মেসি। আর হতাশা নিয়েই মাঠ ছাড়লো ইরান।
এর আগে বেলো হরাইজেন্তে স্টেডিয়ামে শুরু হওয়া আর্জেন্টিনা-ইরান ম্যাচটির ৯০ মিনিটিই ছিলো গোলশূন্য।  বাংলাদেশ সময় রাত ১০টায় এ খেলা শুরু হয়।
এর আগে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পায় লিওনেল মেসির দল। তবে ওই ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার খেলা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি সমর্থকরা।
আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ইরান।
এরই মধ্যে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা। আর ইরানের পয়েন্ট ১।
এর আগে একবারই আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইরান। ১৯৭৭ সালে রিয়াল মাদ্রিদ আয়োজিত সেই প্রীতি টুর্নামেন্টে মেসির দেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা।
এখন পর্যন্ত  প্রথম পর্ব পাড়ি দিতে পারেনি ফিফা র‌্যাংকিংয়ে এশিয়া থেকে শীর্ষস্থানে থাকা দল ইরান।
আর্জেন্টিনা: সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারি (২), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), জাভিয়ার মাশচেরানো (১৪), মার্কোস রোয়ো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭), সার্জিও এগুয়েরো (২০)।
ইরান: আলিরেজা হকিকি (১২), এহসান হাজিসাফি (৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), জাভেদ নেকুনাম (৬), মাসুদ সোজাই (৭), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), রেজা গুচানেজহাদ (১৬), আশখান দেজাগহ (২১), মেরদাদ পুলাদি (২৩)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button