লন্ডনে বায়তুল মোকাররমের খতিব সংবর্ধিত

Bishwaযুক্তরাজ্য সফররত বাংলাদেশের শীর্ষস্থানীয় তিন ইসলামী ব্য্যাক্তিত্বের সাথে মতবিনিময়, সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে ইউকে-বাংলা প্রেসক্লাব।
সংবর্ধিতরা হলেন- রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এবং চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী।
বুধবার রাতে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা প্রেসক্লাবের  আহবায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব।
বাংলা নিউজ সম্পাদক সোয়েব কবীরের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা বলেন, শুধু বিনিয়োগ কিংবা পরিবারের জন্য পাঠানো অর্থই নয়, প্রবাসীদের যাকাতের অর্থও বাংলাদেশের ইসলামী উন্নয়নে অন্যতম সহায়ক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যে চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সামশুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, বাংলা নিউজ’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব মল্লিক, ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মীর্জা জিল্লুর রহমান, সাংবাদিক সামসুল আলম লিটন, মোহাম্মদ আলী, বাংলা সংলাপ সম্পাদক মোশাহিদ আলী, এটিএন বাংলার উপস্থাপক শওকত মাহমুদ টিপু প্রমুখ।
অনুষ্টানে ইউকে-বাংলা প্রেসক্লাবের আহবায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী  বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে ধর্মীয় নেতারাই দিক-নির্দেশনা দিয়েছেন। এসময় বৃটেনে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button