দেশে ফিরে গেলেই ৮ লাখ টাকা !
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়া ভিন্দেশিদের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অর্থ সহায়তা দিয়ে তাদেরকে নিজ দেশে পাঠানোর প্রস্তাব করেছে দেশটির সরকার। দেশটির প্যাসিফিক ইমিগ্রেশন ক্যাম্পের রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের প্রত্যেককে ৮ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে। শর্ত একটাই, তাদেরকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে হবে।
শনিবার ফেয়ারফ্যাক্স বার্তা সংস্থার এক রিপোর্টে বলা হয়, পাপুয়া নিউগিনির মেনাস দ্বীপ এবং প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্ররাষ্ট্র নাউরুর আশ্রিতদের প্রত্যেককে সর্বোচ্চ আট লাখ টাকা (১০ হাজার ডলার) প্রদান করা হবে। ইরানি এবং সুদানিজ আশ্রিতদের প্রত্যেককে দেওয়া হবে সাড়ে পাঁচ লক্ষ টাকা (সাত হাজার ডলার) যদি তারা তাদের শরণার্থী পরিচয় ছাড়তে রাজি হয়। দেশে ফিরতে ইচ্ছুক আফগানদের দেওয়া হবে তিন লাখ ২০ হাজার টাকা (চার হাজার ডলার)। আর যারা পাকিস্তান, নেপাল এবং মিয়ানমার থেকে এসেছে তাদের প্রত্যেককে দেওয়া হবে ২ লাখ ৬০ হাজার টাকা (৩,৩০০ ডলার)।
অস্ট্রেলিয়ার শ্রম প্রশাসনের মুখপাত্র রিচার্ড মারলেস এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক আশ্রিতদের দাবি সঠিক প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে। আর সরকারই সেটা নিশ্চিত করবে।এদিকে, রাজনৈতিক আশ্রিতরা তাদেরকে দেশে ফেরাতে অর্থ প্রদানের প্রস্তাবের সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, দেশে ফিরে গেলে আবারো হয়রানির শিকার হতে পারেন তারা।উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া তার রাজনৈতিক আশ্রয় নীতি কঠোর করেছে। -সূত্র: এনডিটিভি