১০ লাখ সরকারি চাকরি কাটছাঁট করবে ব্রিটিশ সরকার
১০ লাখ সরকারি চাকরি কাটছাঁট করার পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সরকার। এর মধ্যে বহু সিভিল সার্ভিস ক্যাডারের চাকরিজীবীও থাকবেন। ব্রিটেনের খ্যাতনামা দৈনিক দ্যা ডেইলি টেলিগ্রাফ এ খবর দিয়েছে। পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- মন্ত্রীরা এ বিষয়ে আমূল পরিবর্তনমূলক জন্য কিছু পদক্ষেপ নিচ্ছেন এবং চলতি বছরের শেষ নাগাদ চ্যান্সেলর জর্জ অসবোর্ন তা ঘোষণা করবেন।
টেলিগ্রাফ বলছে- আগামী পাঁচ বছরে ব্রিটিশ সরকার যে পরিমাণ চাকরি কাটছাঁট করবে তার ফলে প্রতি চার মিনিটে একজন ব্যক্তি চাকরি হারাবে।
এ সময় ব্রিটেনে ব্যাপকভাবে বেসরকারিকরণ করা হবে এবং এতে বহু সরকারি অফিস বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত হবে।
সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ হয়েছে যাতে বলা হচ্ছে- গত মাসে ব্রিটিশ সরকারের ঋণ ১,৩০০ কোটি পাউন্ড ছাড়িয়ে গেছে। গত বছরের চেয়ে এ পরিমাণ ৪৬০ কোটি পাউন্ড বেশি। ব্রিটিশ সরকার তার বাজেট ঘাটতি কাটিয়ে উঠতে চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে মনে করা হচ্ছে।