৪৮ ভাগ ব্রিটিশ ইইউ থেকে বেরুতে চায়
একটি নতুন জনমত সমীক্ষা বলছে, ৪৮ ভাগ ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাবার জন্য ভোট দিতে প্রস্তুত। এ খবর দিয়েছে ইরানের প্রেস টিভি। অবজারভারের একটি সমীক্ষা জানিয়েছে, ৪৮ ভাগ ব্রিটিশ নাগরিক তাদের বর্তমান ইইউ সদস্যপদ নিয়ে খুশি নয় এবং তারা বেরিয়ে যাবার জন্য প্রস্তুত। তবে ৩৭ ভাগ বলেছে যে তারা ইইউতে থাকতে চায়।
এ সমীক্ষা আরো বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হয়তো ব্রিটিশদের ইইউতে থাকার জন্য উদ্বুদ্ধ করতে পারবেন না।
তাকে নতুনভাবে ইইউর সদস্যপদের জন্য আলোচনা করতে হবে। তবে অনেক ব্রিটিশই তাদের প্রধানমন্ত্রী নতুন করে যে কিছু করতে পারবেন তা নিয়ে সন্দিহান। ডেভিড ক্যামেরন বলেছেন, তার দল নির্বাচনে জিতলে ২০১৭ সালের শেষের দিকে এ নিয়ে গণভোটের আয়োজন করবে।