রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে ২.৩০ পর্যন্ত
পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টার পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে লেনেদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হবে।
দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ম দেশে অবস্থিত বিদেশি ব্যাংকের জন্যও প্রযোজ্য হবে।
সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
যোহরের নামাজের বিরতির সময়েও রমজান পূর্ব সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেন-দেনের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।