মুটিয়ে যাচ্ছে ব্রিটিশ সৈন্যরা, যুদ্ধে অনুপযুক্ত
যুদ্ধে দক্ষতা ও পারদর্শিতার জন্য ব্রিটিশ সৈন্যদের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। কিন্তু বর্তমানে তাদের অনেকেই যুদ্ধের জন্য অনুপযুক্ত। কারণ তারা মুটিয়ে যাচ্ছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত তিন বছরে ৩২ হাজারেরও বেশি সৈন্য মৌলিক স্বাস্থ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
২২ হাজারেরও বেশি সৈন্য অতিরিক্ত ওজনের এবং এদের সবাই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এই সংখ্যা দেশটির মোট সৈন্যের প্রায় ১১ ভাগ।
প্রত্যেক ব্রিটিশ সৈন্যকেই বছরে দু’বার স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। আর কেউ যদি এই পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে সাত দিনের মধ্যে আবার তাকে পরীক্ষায় অংশ নিতে হয়।
দু’বারের বেশি স্বাস্থ্য পরীক্ষায় কেউ অকৃতকার্য হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
২৯ বছরের নিচের সৈন্যদের দুই মিনিটে ৪৪ বার প্রেস-আপ, এরপর ৫০ বার সিট-আপ এবং ১০ মিনিট ৩০ সেকেণ্ডে ১.৫ মাইল (২.৪ কিমি) দৌড়াতে হয়।
নারী সৈন্যদের পরীক্ষা কিছুটা সহজ। তাদেরকে দুই মিনিটে ২১ বার প্রেস-আপ, এরপর দুই মিনিটে ৫০ বার সিট-আপ এবং ১৩ মিনিটে ১.৫ মাইল দৌড়াতে হয়। আবার বয়স্ক সৈন্যদের জন্য এই নিয়ম কিছুটা শিথিল করা হয়।
দেশটির সানডে টাইমস পত্রিকার এক রিপোর্টে বলা হয়, ২২ হাজারেরও বেশি সেনাসদস্য টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত। আর এ কারণেই তারা যুদ্ধের জন্য অনুপযুক্ত।
দেশটির একজন সিনিয়র সামরিক কর্মকর্তা অভিযোগ করে বলেন যে, ভয়ানক খাদ্যাভ্যাসই তাদের এই মুটিয়ে যাবার প্রধান কারণ।