লন্ডনে গণমাধ্যমকর্মীদের কর্মবিরতি
মিশরে আল-জাজিরার তিন সাংবাদিককে জেলদণ্ড দেওয়ার প্রতিবাদে লন্ডনে গণমাধ্যমকর্মীরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর প্রধান কার্যালয়ের সামনে শতাধিক সাংবাদিক এক মিনিট প্রতীকী নিরবতা পালনের মধ্য দিয়ে আল-জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ডের প্রতিবাদ জানান।
সোমবার আল-জাজিরার অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার গ্রেসটে, কায়রো ব্যুরো প্রধান মোহাম্মদ ফাহামি এবং প্রযোজক বাহার মোহাম্মদকে সাত বছর করে জেলদণ্ড দেয় মিশরের একটি আদালত।
এই তিন সাংবাদিকের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত দল মুসলিম ব্রাদারহুডকে সমর্থন ও মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ আনে দেশটির আদালত।
যদিও সাংবাদিকরা এ অভিযোগ অস্বীকার করেছেন এবং তাদের অনুপস্থিতিতেই আদালত এই রায় দেয়। তিন সাংবাদিক গত ছয় মাস ধরে মিসরে বন্দি আছেন। এ ঘটনায় সারা বিশ্বে গণমাধ্যমকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠে।
মঙ্গলবার সকালের এ প্রতিবাদ সমাবেশে বিবিসি ছাড়াও লন্ডনের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা জড়ো হয়েছিলেন।
প্রতিবাদ সমাবেশে বিবিসির সাংবাদদাতা জন সুয়েনি মিশরের সরকারে প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি ভুল, ভুল এবং ভুল রায়। এর মধ্য দিয়ে মিশর সরকার দেশটিকে মধ্যযুগে নিয়ে যেতে চাচ্ছেন।
“ওই তিন সাংবাদিকের একমাত্র অপরাধ, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সাংবাদিকতা কখনোই কোনো অপরাধ হতে পারে না।”
তিনি মিশরের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিটার গ্রেসটে এর কাজগুলো দেখুন। তাহলেই বুঝতে পারবেন তিনি কোনো জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত নন।
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক পরিচালক সাইমন গাস লন্ডনে মিশরের রাষ্ট্রদূত আশরাফ এল-কোলির সঙ্গে সাক্ষাত করে এই দণ্ডের ব্যাপারে তাদের অসন্তোষের কথা জানিয়েছে।