হ্যাকিং কেলেঙ্কারি
ব্রিটিশ সম্পাদককে বেকসুর খালাস
ফোনে আড়িপাতার আলোচিত মামলায় খ্যাতনামা একটি ব্রিটিশ দৈনিকের সম্পাদককে বেকসুর খালাস দিয়েছে লন্ডনের একটি আদালত। তবে এ ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক মিডিয়া উপদেষ্টা ।
মঙ্গলবার ঘোষিত রায়ে রুপার্ট মারডকের ১৬৮ বছরের পুরনো ট্যাবলয়েড নিউজ অব দা ওয়ার্ল্ড পত্রিকার সাবেক সম্পাদক রেবেকা ব্রুকসকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়।
তার বিরুদ্ধে টেলিফোনে আড়িপাতার ষড়যন্ত্রে জড়িত থাকা, অবৈধ লেনদেন এবং বিচারকাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছিল।
নিহত একজন স্কুলছাত্রীর মোবাইল ফোনের ভয়েসমেইলে আড়িপাতার খবর প্রকাশিত হলে ব্রিটেনজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বন্ধ করে দেয়া হয় নিউজ অব দা ওয়ার্ল্ড পত্রিকাটি। গ্রেপ্তার করা হয় ৪৬ বছর বয়সী সম্পাদক রেবেকা ব্রুকসকে।
রেবেকার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি এক্সক্লুসিভ সংবাদের জন্য ফোনে আড়ি পাতার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এজন্য সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়াকে অনুমোদন করেন তিনি। এছাড়া এ ঘটনার পুলিশি তদন্ত চলাকালে তিনি বাধার সৃষ্টি করেন।
রায়ের পর রেবেকাকে নির্লিপ্ত দেখা গেছে। একজন নার্স তাকে আদালতের বাইরে নিয়ে যান।
রেবেকার স্বামী চার্লিকেও অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। তার বিরুদ্ধেও পুলিশি তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছিল।