নর্থ ওয়েষ্ট লন্ডন বিএনপির ইফতার মাহফিল

Bishwaনর্থ ওয়েষ্ট লন্ডন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। কেমডেন টাউনের ডায়মন্ড ষ্ট্রিটের ট্রেষ্ট অব ইন্ডিয়ান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন  যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা, নর্থ ওয়েষ্ট বিএনপির সভাপতি জনাব শামিম আহমদ ও অনুষ্টান পরিচলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির  এাণ ও পূর্নবাসন সহ সম্পাদক আব্দুল ওয়াহিদ ।
২৮ জুলাই রবিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির  সভাপতি শায়েস্তা চৌধুরী কদ্দুস।  বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মৃত্যু ঢেকুর উঠেছে। তাই শেষ সময়ে এসে সরকার পাগল হয়েছে। জননেতা তারেক রহমানের সামান্য বক্তৃতায় তারা টালমাটাল। আগামীর দিন বিএনপি ও ধানের শীষের। তার নেতৃত্বে আবার বাংলাদেশ জেগেছে। শহীদ জিয়া ও বেগম জিয়ার পর এবার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এবিষয়টি আওয়ামী লীগ টের পেয়ে আবোল তাবোল বকছে। এমন কি আমেরিকা থেকে নিয়ে এসে অর্বাচীন ও রাজনীতিতে নাবালক জয়কে দিয়ে কিছু বলানোর চেষ্টা করছে। এসব কিছু ‍দিয়ে হবেনা। সারা বাংলাদেশ অপেক্ষা করছে তারেক রহমানে জন্য। বিজয়ের বেশে তারেক রহমান ফিরবে বাংলাদেশে। শায়েস্তা চৌধুরী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোন  নির্বাচন বাংলাদেশ হতে দেয়া হবে না। দেশের ৯৫% মানুষের  দাবী নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে । নয়তো এর পরিণতি হবে ভয়াবহ।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তিনি বলেন, দেশের কল্যাণে বাকশালী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে দ্রুত ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। ঈদের পর দেশব্যাপী যে আন্দোলস সংগ্রাম পরিচালিত হবে সেখানে প্রবাস থেকে সবাইকে অংশগ্রহনের আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল হামিদ চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কামাল আজাদ , সহ সভাপতি তৈমুছ আলী,নিউহ্যাম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিও যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মনজুরুসামাদ চৌধুরী মামুন,লন্ডন সিটি বিএনপির সভাপতি ও যুক্তরাজ্য  বিএনপির সহ সভাপতি জনাব আহমদ আলী, লন্ডন নর্থ ওয়েষ্ট  বিএনপির সিনিয়র সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব,  যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম,ডায়মন্ড ষ্ট্রিট শাহজালাল জামে মসজিদের সভাপতি মোঃ কামাল মিয়া, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এম এ সালাম, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল করিম,  সেন্ট্রাল লন্ডন বিএনপির আহবায়ক শেখ সামছুদ্দিন আহমদ শামিম, বাঙ্গালী কমিনিটি নেতা  আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার ।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লন্ডন নর্থ ওয়েষ্ট বিএনপির সহ সভাপতি জনাব হেলাল আহমদ এবং মোনাজাত করেন সহ স্বেচ্ছাসেবক সম্পাদক নাসির আহমদ শাহিন ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ,লন্ডন নর্থ ওয়েষ্ট বিএনপির সহ সভাপতি কামরানূল হক চৌধুরী (জাফরি) , সহ সভাপতি নুরুল ইসলাম ,সহ সভাপতি হাজী আব্দুস সেলিম , কৃষি বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, সহ সাধারাণ সম্পাদক গিয়াস উদ্দিন ,বিশিষ্ট ব্যবসায়ী  সহ সাধারণ সম্পাদক রেদওয়ান পাশা সিহাব , সাবলুর রহমান , রিজান আলী , ট্রেজারার সম্পাদক শিপু মিয়া , আব্দুল মোহিত , সাবাজ আহমদ , মোঃ নাহিদ আহমদ , মোঃ জামাল আহমদ , সাজ্জাদুর রহমান , মাহমুদ মিয়া , সুলতানুর রহমান স্বপন , ইশরাফ আহমদ ,আজিমূল হক  খাঁন , কয়ছর আহমদ , এস এম কামাল আহমদ, ফয়জুল হক , সানু চৌধুরী , মোঃ শহিদ মিয়া , আজিজুর রহমান , হুমায়ূন খাঁন ,ইশতিয়াক আহমদ ,মোঃ জালাল আহমদ, বখতিয়ার উদ্দিন ,প্রভাষক আখলাক আহমদ , জমশেদ আলী ,আতিকুর রহমান ,কবির মিয়া , আপ্তাব মিয়া , আব্দুর রুউফ , মোঃ শাহাদত আলী , ইয়াওর মিয়া , মামুন আলম ,সাজ্জাদ মিয়া ,গোঁছ খান , খালেদ মিয়া ,ফয়জুর রহমান , আজাদ আলী , আব্দুল আউয়াল ,আরমান মিয়া ,
যুবদল লন্ডন নর্থ ওয়েষ্ট সভাপতি শেখ দেলোয়ার হোসেন, সিটি বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন , ভারপ্রাপ্ত সেক্রেটারী যুক্তরাজ্য জাসাস তাজবির চৌধুরী শিমুল , লন্ডন নর্থ ওয়েষ্ট জাসাসের সভাপতি কামাল আহমদ, শাহ আলম সাংগঠনিক সম্পাদক জাসাস,রাসেল আহমদ ও জালাল উদ্দিন জাসস , কেন্ট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুহু , যুক্তরাজ্য তারেক পরিষদ সভাপতি হেভেন খাঁন , সৈয়দ জিল্লুল হক ,বাছিদ আহমদ,  আবুল হুসেন ,এস এম লিটন, জুবেল আহমদ ,নূরুল হক , শরফু , মোঃ বাবুল মিয়া ,কামাল আহমদ সুমন, মুকুল আহমদ,তাজুল ইসলাম, নুরুল আলী প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button