সরকার সবার মধ্যে শিক্ষার সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে চায় : প্রধানমন্ত্রী
‘দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করার একমাত্র উপায় হলো শিক্ষা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সবার মধ্যে শিক্ষার সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে চায়।
তিনি বলেন, ‘আমরা সবার মধ্যে শিক্ষার সুযোগ ও সুবিধা ছড়িয়ে দিতে চাই। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুদক্ষ ও মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক এবং সৃজনশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে আগ্রহী।’
প্রধানমন্ত্রী বলেন, সে লক্ষ্য পূরণের জন্য বিশ্বের সংগে তাল মিলিয়ে সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এবং যুগোপযোগী শিক্ষা নীতি প্রণয়নের মাধ্যমে তা বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। দেশ সেরা ১২ জন সৃজনশীল মেধাবী এখানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। দেশ সেরা ১২ মেধাবীর মধ্যে অদিতি বড়–য়া এবং আল মুহিত মুকতাদি তাদের প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী ১২ মেধাবীর হাতে পুরস্কার হিসাবে পদক, সনদ এবং প্রত্যেককে একলাখ টাকার চেক প্রদান করেন।
বারো মেধাবী হলেনÑ সিরাতল মোস্তাকিম শ্রাবণী (রাজউক উত্তরা মডেল হাইস্কুল), অনিকা তাবাস্সুম (হলিক্রস গার্লস হাই স্কুল), পুস্পিতা বিশ্বাস (কাফকো স্কুল এন্ড কলেজ, চট্রগ্রাম), আল মুহিত মুহতাদি (পীরগঞ্জ সরকারি হাই স্কুল ), আবরার প্রমিতি মল্লিক (নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় ), ফাহিমা সুলতানা (জিনজিরা পীর মোহান্মদ পাইলট স্কুল , ঢাকা ) জোবায়ের রহমান নির্ঝর ( আনন্দ সরকারি হাই স্কুল), আফিয়া আনজুম জামান জেবা (কুািষ্টয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়), অদিতি বড়–য়া (হলিক্রস কলেজ, ঢাকা), শাহজাদী নওরীন হক (ফজিলাতুন্নেসা সরকারি গার্লস কলেজ, বরিশাল ), ফাহিম শাহরিয়ার সাক্ষর (নটরডাম কলেজ , ঢাকা) এবং সুমাইয়া ইসলাম ( ঢাকা ক্যান্টনম্যান্ট গার্লস পাবলিক কলেজ)।
পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে মেধাবী হিসাবে বিজয়ী ৮৪ জনের প্রত্যেকের হাতে পদক, সার্টিফিকেট এবং ৫ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন।
শিক্ষা মন্ত্রণালয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৪-এর আয়োজন করে। প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে মোট ২লাখ প্রতিযোগী অংশগ্রহণ করে। বিভিন্ন স্তরে মোট সাত হাজার মেধাবীকে ইতোপূর্বে পুরস্কৃত করা হয়। এর মধ্যে জাতীয় পর্যায়ে ৯৬ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। এর মধ্যে ১২ জন দেশ সেরা সৃজনশীল মেধাবী হিসাবে বিজয়ী হয়।