দরগাহ মাদ্রাসার ৪০ সালা দস্তারবন্দি সম্মেলন ডিসেম্বরে
সিলেটের ঐতিহ্যবাহি দ্বীনী শিাপ্রতিষ্ঠান জামিয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহ জালাল (র.)এর ৪০ সালাদস্তারবন্দি মহাসম্মেলন আগামী ২৫,২৬ ও ২৭ ডিসেম্বর অনষ্টিত হবে। সম্মেলনে বাংলাদেশের র্শীষ ইসলামি ব্যক্তিত্ব এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসলামীক স্কালারগণ উপস্থিত থাকবেন। উক্ত সম্মেলন সফল করে তোলতে বৃহস্পতিবার দুপুরে জামিয়া দফতরে দস্তারবন্দি বাস্তবায়ন কমিটি সিলেট মহানগরী শাখার এক সভা অনুষ্ঠিত হয়। দস্তারবন্দি বাস্তবায়ন কমিটি সিলেট মহানগরী শাখার সভাপতি হাজি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়ার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া। বক্তব্য রাখেন, রাজারগাও মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আরশাদ আলী,মুক্তিরচক মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুর রহমান, নয়াসড়ক মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক চৌধুরী, মুফতি নুরুল আলম জাবের, হাফিজ মাওলানা মুশতাক আহমদ,মাওলানা ফখর উদ্দীন, মাওলানা মোবারক হোসাইন,মাওলানা এমদাদুল হক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা দানিয়াল মাহমুদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা আবদুস শহিদ, মাওলানা ওয়ারিস উদ্দীন, মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।
সভায় সম্মেলন সফলের ল্েয ৪ সদস্য বিশিষ্ট প্রচার উপকমিটি গঠন করা হয়। প্রচার কমিটির সদস্য গণ হলেন, মুফতি এনামুল হক, মাওলানা মাহফুজুল হক চৌধুরী মুরাদ, মুফতি নুরুল আলম জাবের, মুফিজুল ইসলাম। অপর এক প্রস্তাবে নগরীর জামিয়ার ফারিগিনদের নিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের জন্য একটি সাবকমিটি গঠন করাহয় ।
সভায় আসন্ন দস্তারবন্দি মহাসম্মেলন সফল করার জন্য বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নে বিস্তারিত আলোচনা হয়।