বহুল প্রতীক্ষিত চুক্তিতে স্বাক্ষর করল ইউক্রেন
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেন, জর্জিয়া ও মালদোভার সঙ্গে বহুল প্রতিক্ষীত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) সঙ্গে ইউক্রেন।
এটি স্বাক্ষরের ফলে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে পশ্চিমা বিশ্বের সঙ্গে এই তিন দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এ ত্রিপক্ষীয়। এছাড়া এই চুক্তিটি স্বাক্ষরের ফলে রুশ আগ্রাসনকে জোরালোভাবে মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরশেনকো এই চুক্তিটিকে ইইউ’র সঙ্গে অংশীদারিত্ব সম্পর্কের শুভ সূচনা হিসেবে উল্লেখ করেছেন। একে ইউক্রেনের জন্য ‘একটি ঐতিহাসিক দিন’ উল্লেখ করে তিনি আরো বলেন, এটি আস্থা এবং অমোঘ ইচ্ছাশক্তির প্রতীক হয়ে থাকবে।
অন্যদিকে ইইউ’র প্রেসিডেন্ট হেরম্যান ভ্যান রোমপুয়ে চুক্তিটিকে ‘ইউরোপের জন্য একটি মহান দি্বস’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এখন থেকে ইইউ আরো বেশি করে এই তিনটি দেশের পাশে থাকবে।’এছাড়া এই চুক্তিটি রাশিয়ার কোনো ক্ষতি হবে না বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে।
উল্লেখ্য, ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইউনুকোভাচ রাশিয়ার চাপের মুখে এই চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর জের ধরে পশ্চিমাপন্থিদের ব্যাপক বিক্ষোভের মুখে তিনি ক্ষমতা ছেড়ে মস্কো পালিয়ে যান।