লন্ডন ফ্যাশন উইকে অ্যাসাঞ্জকে মডেল হওয়ার প্রস্তাব
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ব্রিটিশ ডিজাইনার বেন ওয়েস্টউডের ফ্যাশন শোতে বিভিন্ন দেশের গোপন নথি ফাঁস করে বিশ্বে ঝড় তোলা জুলিয়ান অ্যাসাঞ্জকে মডেল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সুইডেনে প্রত্যর্পণ এড়াতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা বর্তমানে এই দূতাবাসে আত্মগোপন করে রয়েছেন।
সাবেক ফটোগ্রাফার ওয়েস্টউড চান আগামী সেপ্টেম্বরে লন্ডন ফ্যাশন উইক চলাকালে অপর ছয় মডেলের সঙ্গে ‘সুর্দশন’ অ্যাসাঞ্জ (৪২) তাতে অংশ গ্রহণ করুন। উল্লেখ্য, ওয়েস্টউড প্রবাদপ্রতিম ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের সন্তান।
এএফপিকে পাঠানো এক বিবৃতিতে ডিজাইনার বলেন, ‘জুলিয়ান অ্যাসাঞ্জ একজন জনপ্রিয় বীর।’ তিনি জনমত পরিবর্তনে অনেক বড় মাপের কাজ করেছেন। উইকিলিকসের মাধ্যমে বিশ্বের জনগণ প্রকাশিত সরকারি ভাষ্যের সাথে বিভিন্ন ঘটনার তুলনা করতে পেরেছে।
তিনি আরো বলেন, ‘তিনি দেখতে অনেক সুদর্শন। আমি আশা করি তিনি মডেল হতে যাচ্ছেন।’
ভিভিয়েনও অ্যাসাঞ্জের একজন ভক্ত। তিনি ২০১২ সালে দূতাবাসে তার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি ‘আমি জুলিয়ান অ্যাসাঞ্জ’এমন শ্লোগান লেখা টি-শার্ট পরিহিত ছিলেন।
অ্যাসাঞ্জকে দেখতে যাওয়া অপর তারকাদের মধ্যে লেডি গাগা ও পরিচালক অলিভার স্টোনও রয়েছেন। বাসস