২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস

Sangsadকোনো রকম বিরোধিতা ছাড়াই জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। নতুন এই বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। রবিবার দুপুরে জাতীয় সংসদে এবারই প্রথম বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে এই বাজেট পাস করেছে সরকার। এর আগে সকাল ৮টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেটের ওপর মঞ্জুরি দাবি উত্থাপন করা হয়।
এ সময় প্রতিরক্ষা খাতে ১৬ হাজার ৪৯১ কোটি ৭৬ লাখ ২২ হাজার এবং সশস্ত্র বাহিনী বিভাগ খাতে ২১ কোটি ৬৯ লাখ টাকা মঞ্জুর করে সংসদ।
এ ছাড়া অর্থবিভাগ খাতে সামান্য ছাটাই প্রস্তাব এলেও ১ হাজার ৬৯৪ কোটি ২০ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ৭৭২ কোটি ৯৮ লাখ টাকা নির্বাচন কমিশন খাতে ৫১৩ কোটি ৩৪ লাখ টাকার প্রস্তাব গৃহীত হয়।
এর আগে শনিবার ২০১৪-১৫ অর্থবছরের অর্থ বিল পাস হয়। এদিন সংসদে প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী আনা হয়। এদিন বাজেটে সংশোধনী এনে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার থেকে বেড়ে ২ লাখ ৫০ হাজার করা হয়। শনিবার অর্থ বিলে অর্থমন্ত্রী বলেছিলেন নতুন অর্থবছরে খাদ্য পণ্যের দাম কিছুটা কমবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button