জকিগঞ্জে ১২০টি গ্রামে নতুন করে বিদ্যুৎ সরবরাহ

আল মামুন, জকিগঞ্জ: একটি নতুন সাব স্টেশন স্থাপনসহ উপজেলার ১২০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ১৬৫কি.মি. বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে সিলেটের জকিগঞ্জে। ইতিমধ্যে উপজেলার ইলাবাজ, নিদনপুর, মুমিনপুর, পীরনগর, বারগাত্তাসহ ১৬টি গ্রামে ১৬কি.মি লাইন চালু হয়েছে। উত্তর গেচুয়া, বাদেজমা, ছয়ঘরি, মজলি, মাতারগ্রাম, বাখরশাল,উত্তর গঙ্গাজল, হালঘাট, মাজবন্ধ, এলংজুড়ি, সখড়া,হাসিতলা, পূর্ব আনন্দপুরসহ  ৩২ টি গ্রামে ৭০ কি.মি. লাইনের নির্মাণ কাজ চলছে।  আরো ৭২টি গ্রামে ৮১কি.মি. লাইন নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়াধীন। ৩০ নভেম্বরের মধ্যে এসব কাজ শেষ হবার কথা রয়েছে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডিজিএম আখতারুজ্জামান জানান- নতুন সংযোগ দেয়া এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য জকিগঞ্জের কালীগঞ্জে ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি সাব স্টেশন নির্মানের জন্য কসকনকপুর ইউনিয়নের চেক পোস্ট এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এর টেন্ডারের কাজও শেষ হয়েছে। জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আহমদ চৌধুরী বলেন-মহাজোট সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার ছিল বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা। স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের প্রচেষ্টায় জকিগঞ্জ-কানাইঘাটে বিদ্যুৎ সরবরাহে অতীতের সকল রেকডর্  ভঙ্গ হয়েছে। স্বাধীনতার পরে এ এলাকায় বিদ্যুৎ খাতে এত উন্নয়ন হয়নি। জকিগঞ্জের মহাজোটের সচিব ও স্থানীয় সাংসদের উন্নয়ন সমন্বয়কারী মাও.সালিক আহমদ জানান- অনগ্রসর সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত উপজেলায় বিদ্যুৎ লাইন স্থাপনে বাড়তি নজর দেয়া হয়েছে। স্থানীয় সাংসদের চেষ্টায় জকিগঞ্জ  বিশেষ বরাদ্ধ পেয়েছে। তিনি জানান কালীগঞ্জের সাব স্টেশন চালু হলে জকিগঞ্জের দুটি সাব স্টেশন ন্যাশনাল গ্রিডের সাথে সংযুক্ত হবে। নির্মাণ কাজ ধীর গতিতে চলায় কবে কাজ শেষ হবে সে ব্যাপারে তিনি আশঙ্কা প্রকাশ করেন। জকিগঞ্জে চলমান বিদ্যুৎ সংযোগ লাইন নির্মানের কাজ শেষের ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ জিএম মাহবুবুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন সমিতির নির্বাহী প্রকৌশলী বিষয়টি ভাল বলতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button