সন্ত্রাসবাদ নির্মূলের সংকল্প ঘোষণা বাদশাহ আব্দুল্লাহর

Abdullahদুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ আব্দুল্লাহ পবিত্র মাহে রামাযানের আগমন উপলক্ষে জাতির উদ্দেশে শনিবার তার ভাষণে জোর দিয়ে বলেন, সৌদি আরব সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। সন্ত্রাসী উপদ্রব থেকে দেশবাসী ও সৌদি আরবের বাসিন্দাদের রক্ষা করতে রিয়াদ সব পদক্ষেপ নেবে ঘোষণা করেন বাদশাহ। বাদশহা আশাবাদ ব্যক্ত করেন যে দুনিয়ার বিভিন্ন অংশে সন্ত্রাস ছড়াচ্ছে যে উগ্র লোকেরা, তারা শীঘ্রই উপলব্ধি করবে যে, সন্ত্রাসী কর্মকান্ড ইসলাম অনুমোদন করে না।
সৌদি সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আব্দুল আজিজ খোঁজা সৌদি টিভিতে বাদশাহের ভাষণ পড়ে শোনান। দুনিয়াজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তার ভাষণে বাদশাহ আহ্বান জানান।
পবিত্র রামাযানের আগমন উপলক্ষে সৌদি বাদশাহ ও যুবরাজ সৌদিসহ দুনিয়ার সমস্ত মুসলমানকে অভিনন্দন জানান। বাদশাহ তার ভাষণে বলেন ইসলাম হচ্ছে ঐক্য ও ভ্রাতৃত্বের ধর্ম। ন্যায়সম্মত পথ অবলম্বনের ইসলাম মানুষকে আহ্বান জানায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button