১৪ দফা দাবিতে বিমানের এমডিকে অবরুদ্ধ
আধুনিক ও বাস্তবসম্মত অর্গানোগ্রাম তৈরিসহ ১৪ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন এ এম মোসাদ্দেক আহমেদকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন কর্মচারীরা। কর্মচারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে দক্ষ জনবল নিয়োগ, কর্মচারীদের বেতনের পাশাপাশি পার্সোনাল পে-এর ব্যবস্থা, চিকিৎসার জন্য বেতনের ২৫ ভাগ টাকা কেটে রাখার নিয়ম বাতিল করে শতভাগ বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত, ৫ বছরের বেশি বিমানে অস্থায়ী পদে কর্মরতদের স্থায়ী নিয়োগ, মহার্ঘ্য ভাতা ১ জুলাই থেকে কার্যকর করা ইত্যাদি।