‘মুহাম্মদ (সাঃ) ওয়ান থাউজেন্ড ওয়ান এপ্রিসিয়েশন এন্ড এন্টারফেইথ আন্ডার্স্ট্যান্ডিং এন্ড পীস’ বইয়ের মোড়ক উন্মোচন
এনাম চৌধুরী: ব্রিটিশ বাংলাদেশী গবেষক ডক্টর মুহাম্মদ আবুল লেইছ বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে বিশ্বের এক হাজার একজন বিখ্যাত ব্যক্তিত্বের চমৎকার সব মন্তব্যধর্মী লেখা নিয়ে রচনা করলেন অসাধারণ গ্রন্থ ‘মুহাম্মদ (সাঃ) ওয়ান থাউজেন্ড ওয়ান এপ্রিসিয়েশন এন্ড এন্টারফেইথ আন্ডার্স্ট্যান্ডিং এন্ড পীস’। বিখ্যাত এ গ্রন্থে বিশ্বনবীকে নিয়ে যারা মন্তব্য করেছে তাদের কেউই ইসলাম ধর্মের অনুসারী নন।
গবেষক ডক্টর আবুল লেইস দীর্ঘ কয়েক বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিখ্যাত মনিষী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ নামী-দামী সব ব্যক্তিত্বের কাছ থেকে সংগ্রহ করেছেন চমৎকার ও মনমুগ্ধকর সব মন্তব্য। এসব মন্তব্যে খ্যাতিমান পন্ডিত ও গবেষকগণ বলেন, বিশ্ব ইতিহাসে হযরত মুহাম্মদ (সাঃ) একমাত্র ব্যক্তিত্ব যিনি ন্যায়, সুবিচার, ইনসাফ, আইন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, পরিবার, রাজনীতি, অর্থনীতি সহ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সুচারুরূপে নির্দেশনা প্রদান করে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্থান অর্জন করে নিয়েছেন।
তারা আরো বলেন, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ চৌদ্দশত বছর আগে মানুষকে যে পথ নির্দেশনা দিয়েছেন সেটা একুশ শতকে এসেও সজিব ও অত্যাধুনিক। রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক সহ সকল ক্ষেত্রেই চির আধুনিক। তাই মুহাম্মদ (সাঃ) এর জীবন থেকে আজকের সমাজে আমাদের সকল ক্ষেত্রেই শিক্ষা গ্রহণের অবারিত সুযোগ রয়েছে।
বিখ্যাত গবেষক জর্জ বার্ণাড শো থেকে শুরু করে এ্যাডওয়ার্ড গিবন, টমাস কার্লাইল, মহাত্মাগান্ধী, মাইকেল এইচ হাট এর মন্তব্য সহ ডক্টর লেইছ তার এ গ্রন্থে সংযুক্ত করেছেন বৃটেনের প্রিন্স চার্লস, ব্রিটিশ রাজনীতিবীদ ডেভিড ব্ল্যাঙ্কিট এমপি, লর্ড নেইল কিংক, বিশ্বখ্যাত হার্ডার্ড ইউনিভার্সিটির প্রফেসর চ্যাপলিল নাগাসাওয়া, কারিন আমস্ট্রং সহ বিখ্যাত রাজনীতিবীদ, শিক্ষক, গবেষক, পান্ডিতসহ বিভিন্ন পেশার মানুষের মন্তব্য।
ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসে ৯ জুন ২০১৪ সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোড়ক উন্মোচিত হলো বিখ্যাত গ্রন্থ ‘মুহাম্মদ (সাঃ) ওয়ান থাউজেন্ড ওয়ান এপ্রিসিয়েশন এন্ড এন্টারফেইথ আন্ডার্স্ট্যান্ডিং এন্ড পীস’ গ্রন্থের। ব্রিটিশ পার্লামেন্টের লর্ড নাজির আহমদের সভাপতিত্বে ও বিশিষ্ট টিভি উপস্থাপক আবু সায়িদ আনসারীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে গ্রন্থের রচয়িতা গবেষক ডক্টর আবুল লেইছ ও গ্রন্থের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সময় সম্পাদক সাঈদ চৌধুরী।
বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ডেভিড ব্ল্যাঙ্কিট এমপি, লর্ড গ্রীফিথ ব্যুরি পর্ট, আর্চ বিশপ কেভিন ম্যাকডোনাল্ড, ওয়েস্ট মিনিস্টার ফেইথ ফোরামের ডাইরেক্টর জন ডাল ডিন, ডেভি আব্রাহামস্ এমপি, বিশিষ্ট লেখক ডক্টর আব্দুল বারী এমবিই, প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান মাদানী, লন্ডন মুসলিম কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আহদাস, ডক্টর আবুল কালাম আজাদ, গবেষক প্রফেসর এটিএম জামিল, পন্ডিত পিয়াস মেহ্তা, ব্যারিস্টার রোবাব মেহদী, মাহমুদ হাসান এমবিই প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার হাই কমিশনার তাকু মোহাম্মদ হামযা তায়্যিবা ও প্রেস মিনিস্টার দ্বীন দ্বীন ওহাইদ্বীন, কুয়েতের হাই কমিশনার আল দাওয়াসিন ও কন্সুলার ফায়সাল আল হাওলী, মেহরী নিকনেম এমবিই, প্রফেসর মোহাম্মদ ইল সারকাওয়ী, কাউন্সিলর মাহবুব চৌধুরী, ফজলুল করিম চৌধুরী জেপি, ডাঃ কামরুজ্জামান, শাহেদ আহমদ, সোহায়েল ইবনে আজিজ এবং গ্রন্থ রচয়িতার সহধর্মিনী মিসেস মমতাজ লেইস প্রমুখ।
উল্লেখ্য ব্রিটিশ সরকারের ন্যাশনাল ক্যারিয়ার রিচার্স এ্যাওয়ার্ড অর্জনকারী ডক্টর আবুল লেইছ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বাসিন্দা। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন গবেষক বিশ্বনবী (সাঃ) কে নিয়ে এক হাজার একজন অমুসলিম বিখ্যাত ব্যক্তির মন্তব্য সম্বলিত গ্রন্থ রচনা করলেন।