এরদোগানের সাথে বৈঠক করলেন গায়ক ইউসুফ ইসলাম
তুরস্ক সফররত প্রখ্যাত ব্রিটিশ ফোক গায়ক ইউসুফ ইসলাম গত শুক্রবার আঙ্কারায় দেশটির প্র্রধানমন্ত্রী রজব তৈয়ব এরদোগানের সাথে সাক্ষাত করেছেন । তিনি ১৯৭৭ সালে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন ।দু’জনের মধ্যে বৈঠকের পূর্বে তারা একত্রে প্র্রধানমন্ত্রী ভবনে জুমার নামাজ আদায় করেন ।
এছাড়াও ইসলাম আঙ্কারায় পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে স্পিকার কেমিল সিকেক ও উপ প্র্রধানমন্ত্রী বাকির বোজদাগের সাথে সাক্ষাৎ করেন ।
ইসলাম গ্রহণের পূর্বে তিনি কেট স্টিভেন নামে পরিচিত ছিলেন । একটি মসজিদ প্রকল্পের কাজে অংশ নিতে তিনি তুরস্কে এসেছেন ।
১৯৭৭ সালে গায়ক হিসেবে তার কেরিয়ার যখন তুঙ্গে তখন তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন ইউসুফ ইসলাম । এছাড়াও ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন।
তিনি তার সমস্ত গিটার নিলামে বিক্রি করে দেন এবং মুসলিম সম্প্রদায়ের মাঝে মানব-হিতৈষী কার্যক্রমে নিজেকে উজাড় করে দেন । সম্প্রতি ইসলামী সংগীতের মাধ্যমে তিনি আবার গানের জগতে ফিরে এসেছেন।