নেকাব নিষিদ্ধের ফরাসি নিষেধাজ্ঞা ইউরোপীয় আদালতে বহাল
ইউরোপীয় মানবাধিকার আদালত মুসলিম নারীদের মুখমণ্ডল পুরোপুরি ঢেকে রাখা বা নেকাব পরার ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফ্রান্সের ২৪ বছর বয়সী এক মহিলা আদালতে এ সম্পর্কিত মামলা করেন। তিনি এতে বলেন যে, জনসমক্ষে তার নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তার ধর্মীয় ও মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন করা হয়েছে। ফ্রান্সের আইনে বলা হয়, কোনো ব্যক্তি তার মুখমণ্ডল অপ্রকাশিত রাখে এমন পোশাক জনসমক্ষে পরতে পারবেন না। এ ধরনের পোশাক পরলে ১৫০ ইউরো জরিমানা করা হবে। ২০১০ সালে এ আইন করা হয়।