পানির নিচে হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ থিম পার্ক
পানির নিচে বিশ্বের সবচেয়ে বড় থিম পার্ক বানাতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইতে এটি তৈরি করা হবে। আরটিএনএন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পর্যটন কেন্দ্র লস্ট সিটি অব আটলান্টিসের অনুকরণে তৈরি হরা হবে। স্কুবা ডাইভিংসহ আরও অনেক কিছু থাকবে এই থিম পার্কে। তাছাড়া পৃথিবীর মানচিত্রের মতো একটি কৃত্রিম দ্বীপপুঞ্জও এখানে তৈরি করা হবে।
পার্ল অব দুবাই নামে থিম পার্কটি নির্মাণের দায়িত্বে থাকবে লস এঞ্জেলস ভিত্তিক কোম্পানি রিফ ওয়ার্ল্ডস। রিফ ওয়ার্ল্ডস ইতোপূর্বে ব্লকবাস্টার সিনেমা এভাটার ও পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের সেট তৈরির কাজ করেছিল। সূত্র: ইয়াহু নিউজ