জেরুজালেমে ফিলিস্তিনি-পুলিশ সংঘর্ষ
পূর্ব জেরুজালেম থেকে অপহৃত এক ফিলিস্তিনি যুবকের লাশ উদ্ধার পর উত্তপ্ত হয়ে পড়েছে জেরুজালেম। বুধবার সকালে হাসান আবু খাদির নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধারের পর ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট সাউন্ড বোমা নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের রাবার বুলেটে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে জেরুজালেমের পূর্ব অংশ হতে অপহরণকারীরা খাদিরকে তুলে নিয়ে যায়। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার সকালে জেরুজালেমের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত জঙ্গল গিভাত শাওল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই তিন ইসরায়েলির মৃত্যুর প্রতিশোধ নিতেই ওই ফিলিস্তিন যুবককে হত্যা করা হয়েছে।
এর আগে অপহরণের পর তিন ইসরায়েলিকে হত্যার পর থেকেই ফিলিস্তিনি ও বসতি স্থাপনকারী ইসরায়েলিদের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। গত ১২ জুন পশ্চিম তীর থেকে ওই তিন ইসারায়েলি যুবককে অপহরণ করা হয়েছিল। ৩০ জুন তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনার জন্য হামাসকে দায়ী করা হলেও হামাস এই অভিযোগ অস্বীকার করে।