আমেরিকার নাগরিকত্ব পাবে এক কোটি মানুষ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কংগ্রেসকে পাস কাটিয়ে তিনি নিজেই অভিবাসন ইস্যুতে কাজ করবেন। অভিবাসন ব্যবস্থায় সংস্কার আনার বিষয়ে কংগ্রেসের ওপর আস্থা হারিয়ে তিনি এ চিন্তা করছেন।
ওবামার এ বক্তব্যের মধ্যদিয়ে আমেরিকায় বসবাসরত এক কোটি ১০ লাখ মানুষের নাগরিকত্ব পাওয়ার পথ অনেকটা সুগম হলো। ওবামার ঘোষণা বাস্তবায়ন হলে তারা বৈধভাবে আমেরিকার নাগরিকত্ব পাবে।
দীর্ঘদিন ধরে মার্কিন অভিবাসন ব্যবস্থায় সংস্কার আনার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ওবামা। কিন্তু প্রতিনিধি পরিষদের বিরোধী রিপাবলিকান দলের আধিপত্য থাকায় তার প্রচেষ্টা সফল হয় নি। এছাড়া, গত সপ্তাহে প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বেলছেন, তিনি এবং প্রতিনিধি পরিষদ সংস্কারের পক্ষে ভোট দেবেন না। এরপর ওবামা কংগ্রেসকে পাস কাটিয়ে অভিবাসন ব্যবস্থায় সংস্কার আনার ঘোষণা দিলেন। তিনি বলেছেন, এ ইস্যুতে আমেরিকা চিরকাল বসে থাকতে পারে না। তিনি আরো বলেছেন, অভিবাসন ব্যবস্থায় সংস্কার আনতে না পারাটা হবে আমেরিকার সমাজ ও অর্থনীতির জন্য ক্ষতির কারণ।
ওবামার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন কর্মীরা। তারা সন্তোষ প্রকাশ করে বলেছেন, “শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছে, স্পিকার জন বোয়েনার এ বিল পাস হতে দেবেন না। আশা করি এখন ওবামা নিজেই সরাসরি কাজ করবেন এবং তার ঘোষণ বাস্তাবায়ন করবেন।”