হাউজ অব কমন্সে প্রবেশ করতে যাচ্ছেন মিনা রহমান
আমিনুল ইসলাম হিরন: যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির কেন্দ্রীয় অফিস থেকে নির্বাচনী এলাকা চিহ্নিত করায় আরেক বাঙ্গালীর হাউজ অব কমন্সে প্রবেশের পথ নিশ্চিত হলো। তিনি হলেন কনজারভেটিভ দলীয় একমাত্র বাঙ্গালী এমপি প্রার্থী মিনা রহমান। ইতিপূর্বে তার প্রার্থীতা চূড়ান্ত করা হলেও তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঘোষনা করা হয়নি। এক সপ্তাহ পূর্বে পার্টির কেন্দ্রীয় দপ্তরে মিনা রহমানকে ডেকে নিয়ে তার আসনটি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে তার বিজয়ের পথ অনেকটা সুগম হয়েছে। শেষ পর্যন্ত বাঙ্গালী এবং এশিয়ান অধ্যুষিত ও কাঙ্খিত এই আসনটিই তাঁকে দেয়া হলো। রুশনারা আলীর পর মিনা রহমানই হচ্ছেন দ্বিতীয় বাঙ্গালী যিনি হাউজ অব কমন্সে প্রবেশ করতে যাচ্ছেন। এটি বৃটেনে বাঙ্গালী তথা সিলেটবাসীর জন্যে গর্বের বিষয়। সুনামগঞ্জের ছাতকের রাউলী গ্রামে জন্ম নেয়া মিনা রহমান মাত্র ২১দিন বয়সে মাতা-পিতার সাথে বৃটেনে চলে যান। বৃটেনে উচ্চ শিক্ষায় শিক্ষিত মিনা রহমানের বাঙ্গালী কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে রয়েছে ব্যাপক গ্রহন যোগ্যতা। দলের জন্যেও তার অবদান কম নয়, তার প্রচেষ্টায় বার্কিং-ডাগেনহ্যাম, রেডব্রিজ এবং নিউহ্যাম এলাকায় কনজারভেটিভ পার্টি পুনরায় সুসংগঠিত হয়েছে। বার্কিংয়ে তার আগমনে বৈপ্লবিক পরিবর্তন আসে দলে। তার কর্মদক্ষতার প্রশংসা করতে গিয়ে গ্রেটার লন্ডন এসেমব্লী মেম্বার এন্ডুবফ তাকে বার্কিংএর তুফান আখ্যায়িত করেছেন। সত্যি সত্যিই এই ঘোষনার পর থেকে শিখ, বাঙ্গালীসহ এ্যাথনিক কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। আজীবন লেবারের সমর্থক ৯০বছর বয়সী শেতাঙ্গ এক মহিলা মিনা রহমানকে জড়িয়ে ধরে বললেন তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি। বার্কিংয়ে পরিবর্তনের প্রয়োজন, তোমার পক্ষেই তা সম্ভব।