যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলায় যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে কোনো গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ে ২ টি গোল বেলজিয়াম। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ের ৩ মিনিট মাথায় গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন ডি ব্রুইন। এরপর বেলজিয়ামের বদলি খেলোয়াড় লুকাকুর গোলে ২-০ তে এগিয়ে যায় রেড ডেভিলসরা। অতিরিক্ত সময়ে ম্যাচের ১০৫ মিনিটে ডি ব্রুইনের কাছ থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি রোমেলু লুকাকু। এর আগে নির্ধারিত সময়ের খেলায় বারবার গোলের সম্ভাবনা জাগিয়েও কোনো গোলের দেখা পায়নি বেলজিয়াম।