আ.লীগ নেতাদের ডাটাবেইস তৈরি করা হবে : জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এবার আওয়ামী লীগ নেতাদের ডাটাবেইস তৈরি করে ডিজিটাল করার উদ্যাগ নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাদের সাথে এক বৈঠকে জয় বলেন, আওয়ামী লীগ পরিবার সব সময় দেশের মানুষের সহায়তা করে আসছে। আর এই বিষয়টা দেশবাসীকে জানাতে হবে। ডিজিটাল ডাটাবেইস সিস্টেমের মাধ্যমে তৃণমূলকে এ ধারায় নিয়ে আসতে হবে। কারণ ২০২১ সালের মধ্যে ুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হবে।
বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ সম্পাদকমণ্ডলী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছিলেন। দলীয় প্রচার প্রচারণাসহ বিভিন্ন কৌশল নিয়ে নেতাদের সাথে মতবিনিময় করেন জয়। ১২ জুলাই রংপুর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হবে বলেও তিনি জানান।