হাছান মাহমুদকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ
অবমাননাকর বক্তব্য প্রত্যাহারের জন্য সাবেক বন ও পরিবশে মন্ত্রী হাছান মাহমুদকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বৃহস্পতিবার এ নোটিশ পাঠান।
কায়সার কামাল জানান, গত ১ জুলাই হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমানের সুইস ব্যাংকে অর্থ রয়েছে। এ বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। এ বক্তব্যের মাধ্যমে তারেক রহমানের সম্মানহানি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে হাছান মাহমুদকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।