প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হচ্ছেন এরদোগান
তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি বর্তমান প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানকে দলীয় মনোনয়ন দিয়েছে। দলের শীর্ষ পর্যায়ের নেতা মেহমেত আলী সাহিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অন্যদিকে, তুরস্কের প্রধান দুই বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি ওআইসির সাবেক মহাসচিব একমেলুদ্দিন এহসানওগ্লুকে সমর্থন দিয়েছে।
আগামী ১০ আগস্ট তুরস্কে প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে । ধারণা করা হচ্ছে এরদোগানই হবেন তুরস্কের নতুন প্রেসিডেন্ট। নির্বাচিত হলে ২০১৯ সাল পর্যন্ত তার রাজনৈতিক নেতৃত্বের মেয়াদ বেড়ে যাবে।
তুর্কি প্রধানমন্ত্রী হিসেবে এরদোগান তিনবার দায়িত্ব পালন করেছেন এবং একেপি দলের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সে কারণে তিনি এবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। এবারই প্রথম তুরস্কের জনগণ সরাসরি ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে। এর আগে তুরস্কের জাতীয় সংসদ প্রেসিডেন্ট নির্বাচন করত।