লন্ডনে বিবিসি’র বিরুদ্ধে বিক্ষোভ
ব্রিটেনের সরকারি অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি’র বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিন সংক্রান্ত খবর বিবিসি একপেশেভাবে তুলে ধরে বলে অভিযোগ করে ওই মিছিল করেন ব্রিটেনের শত শত নাগরিক।
বুধবার বিবিসির সদর দফতর অভিমুখে বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি তিন অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি কিশোর অপহরণ ও হত্যার খবর বিবিসি ঘন্টার পর ঘন্টা ধরে প্রচার করেছে; অথচ একজন ফিলিস্তিনি কিশোরের ভাগ্যে একই পরিণতি হলেও তার সম্পর্কে তেমন কোনো খবরই দেয়নি এ প্রচার মাধ্যম।
ব্রিটেনের বিক্ষোভকারীরা আরো অভিযোগ করেন, পূর্ব বাইতুল মোকাদ্দাসকে এখন আর বিবিসি অধিকৃত বলছে না। বিক্ষোভকারীদের হাতে যেসব প্ল্যাকার্ড ছিল তার একটিতে লেখা ছিল, “ফিলিস্তিনকে সেন্সর করো না।”
এর আগে অধিকৃত পূর্ব বাইতুল মোকাদ্দাসে নিখোঁজ এক ফিলিস্তিনি কিশোরের লাশ উদ্ধার হওয়ার পর বুধবার ইহুদিবাদী পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। আল-কুদস শহরের পশ্চিমা প্রান্তের একটি জঙ্গল থেকে বুধবার ১৭ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর মুহাম্মাদ আবু খাদিরের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ওই কিশোরকে নামাজে যাওয়ার পথ থেকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। জর্দান নদীর পশ্চিত তীরে নিখোঁজ তিন ইহুদি কিশোরের লাশ খুঁজে পাওয়ার পরদিন এ হত্যাকাণ্ড ঘটল।
ইহুদিবাদী ইসরাইল ওই তিন কিশোরের হত্যাকাণ্ডের জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালানোর হুমকি দিয়েছে। হামাস ওই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে, গাজায় আগ্রাসন চালানোর অজুহাত সৃষ্টি করতে তিন ইহুদিকে খোদ ইসরাইল হত্যা করেছে। হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় আগ্রাসন চালালে ইসরাইলকে জাহান্নামের দরজা দেখিয়ে দেয়া হবে।