দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

Deraiবিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল ২ জুলাই বুধবার পূর্ব লন্ডনের লাহোরগ্রীল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ওমর ফারুক।
সাধারণ সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেটের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা নুরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে মাওলান মওদুদ আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো: আব্দুল মনাফ, নাজমুল হোসেন চৌধুরী (চান মিয়া), মাওলানা সুয়াইব আহমদ, মো: ইকবাল হোসাইন, সহ সভাপতি সামছুল ইসলাম চৌধুরী, মিছবাহ উদ্দিন চৌধুরী, মো: আব্দুল মজিদ, মো: নজরুল মিয়া, হাজী মো: আশিক মিয়া চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত, সুশান্ত দাস প্রশান্ত, ফান্ড রাইজিং সম্পাদক আব্দুল গফ্ফার, সহ প্রচার আজিজুর রহমান লিটন, সদস্য মো: মাসুক সরদার, মো: ফারুক মিয়া চৌধুরী, মো: রুহুল আমিন, সামছুল আবেদিন জগলু, মো: শামীম আহমদ, মো: রুজেল মিয়া, মো: আদিল মিয়া প্রমুখ।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট মো: হোসাইন পিন্টু, এডভোকেট আকতারুল হক।
সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ দুর্গাপুর মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম খাঁন বলেন পবিত্র রমজান হচ্ছে মুসলমানদের আত্মশুদ্ধির মাস। ব্যক্তি জীবনে এই মাসের ধর্মীয় শিক্ষা অনুশাসন বছরের বাকী সময়ে চর্চা করলে ইহকাল পরকাল উভয়ের জীবনে মুক্তি সম্ভব। তিনি ব্রিটেনের মত দেশে ইসলামিক অনুশাসন মেনে ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করার জন্য ব্রিটেন প্রবাসী মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রবাসে ও বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং এই সংগঠনকে সহযোগীতা করতে সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button