পাকিস্তানে বন্যায় নিহত ৭০
পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক দ্য নিউজ। পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান এবং আজাদ কাশ্মীরে বন্যার ফলে বহু লোক নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে।শনিবার প্রবল মৌসুমী বৃষ্টিপাতে বন্দর নগরী করাচি অচল হয়ে পড়ে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে।ভারী বৃষ্টিপাতের কারণে করাচির কোনো কোনো স্থানে সারাদিনই বিদ্যুৎ ছিল না।খাইবার পাখতুনখাওয়ায় আকস্মিক বন্যায় পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। এই প্রদেশের অনেক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।পাকিস্তানের আবহাওয়া অফিস জানায়, সিন্ধু, জেলাম এবং চেনাবেও মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে।পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের জন্য আকিস্মক বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।