হাউজ অব কমন্সে রুশনারা আলী
কোটিপতিদের রাজস্ব কর কমিয়ে পুরস্কৃত করছে সরকার
বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলী বলেছেন, এটা কিছুতেই গ্রহণযোগ্য নয় যে লাখ লাখ মানুষ সরকারের রাজস্ব পরিশোধ করছে অথচ কোটিপতিরা তা করছে না। তিনি বলেন, দেশে অনেক লোক দারিদ্র, আবাসন সংকট ও বেকারত্বের সাথে লড়ছে। সরকার কোটিপতিদের রাজস্ব পরিশোধের পরিমাণ কমিয়ে সরকার তাদের পুরস্কৃত করছে। সম্প্রতি হাউজ অব কমন্সে রাজস্ব পদ্ধতিতে স্বচ্ছতা বিষয়ে আয়োজিত এক বিতর্কে তিনি এসব কথা বলেন।
রুশনারা বলেন, দেশের জনগণ রাজস্ব আদাযে স্বচ্ছতা চায়। তারা সরকারের কাছ থেকে এ ব্যাপারে স্বচ্ছতা প্রত্যাশা করে।
তিনি বলেন, লেবার পার্টি চায় এ দেশের ২৪ মিলিয়ন মধ্য ও নিম্ন আয়ের মানুষের কর আরো কমিয়ে আনতে। দেশের স্থিতিশীলতার জন্য এটা দরকার।