মুরসির ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে মিসরজুড়ে বিক্ষোভ

Egyptমিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে অপসারণের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে কালো দিবস পালন করে মুসলিম ব্রাদারহুড। রাজধানী কায়রোর পার্শ্ববর্তী গিজা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাদের হামলায় তিন মুরসি সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
কায়রো ছাড়াও আলেক্সান্দ্রিয়া, সুহাগ, সুয়েচ, ইখওয়ানুল মুসলিম প্রতিষ্ঠার শহর ইসমাইলিয়া, পোর্ট সাইদ, কাফরুশ শেইখ, ফাইউম, সিনাইসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। পুরুষের পাশাপাশি হাজারো মহিলা বিক্ষোভে অংশ নেন। তা ছাড়া আল আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে। গিজার মুরসি সমর্থকেরা কায়রো বিশ্ববিদ্যালয়ের নাহাদা স্কয়ারের দিকে আসতে চাইলে সেনারা অতর্কিত হামলা চালায়। এতে তিন ছাত্র নিহত হয়েছেন।
এ দিকে যাতে কোনো ধরনের বিক্ষোভ বা সমাবেশ করতে না পারে সে লক্ষ্যে দীর্ঘ দিন ধরে তাহরির স্কয়ার বন্ধ রেখেছে সরকার। তবুও নিরাপত্তা বলয় ছিন্ন করে তাহরির স্কয়ারের পার্শ্ববর্তী আব্দুল মুনিম সড়কে বিক্ষোভ হয়। রাজধানীর মাদি, মুহানদিসীন, রুকসি, মাতারিয়া, মুনিব, সাইয়েদা আয়েশা, নাসের সিটি, ময়দান আল হিজাজ, আলফ মাসকান, হাইউল আশের, শুবরাল খিমাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষ ব্রাদারহুড ও সালাফিপন্থী নেতাদের ছবি সংবলিত প্লাকার্ড ব্যানার ও পোস্টার নিয়ে বিক্ষোভ করেন। তারা সেনা শাসন নিপাত যাক, গণতন্ত্র রা পাক, আরব বসন্ত ভুলি নাই, মুরসি তোমার ভয় নাইসহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে কায়রোর সাথে দূরপাল্লার সব ধরনের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এমনকি রাজধানীর মেট্রোরেল চলাচলও বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button