ব্রিটিশ রাজ পরিবারের ফোন হ্যাকিং এর অভিযোগে সম্পাদকের কারাদণ্ড
ব্রিটিশ রাজ পরিবারের ফোন হ্যাকিং এর অভিযোগে ব্রিটিশ পত্রিকা ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ড’ এর সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত।শুক্রবার ব্রিটেনের ওল্ড বেইলির ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এ রায় দেয়।
৪৬ বছর বয়সী অ্যান্ডি কুলসন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সাবেক মুখপাত্র ছিলেন।তিনি ওই চার সাংবাদিকের একজন যারা শাস্তি পেয়েছেন।এ মামলায় পাঁচ সাংবাদিক অভিযুক্ত ছিলেন। এর মধ্যে নিউজ ইন্টারন্যাশনাল প্রধান রেবেকা ব্রুকসকে অব্যাহতি দিয়েছে আদালত।নিউজ অব দ্যা ওয়ার্ল্ড এর সাংবাদিকদের বিরুদ্ধে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত মোবাইলে আড়ি পাতার অভিযোগ প্রমাণিত হয়েছে।
এদিকে নিজের সাবেক মুখপাত্রের বিরুদ্ধে এরকম হ্যাকিং এর অভিযোগ ওঠায় বিব্রত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।