ফিফার নিষিদ্ধের ঝুঁকিতে নাইজেরিয়া
সরকারি হস্তক্ষেপের কারণে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফার নিষিদ্ধের ঝুঁকিতে পড়ে গেছে আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়া। দেশটির একটি আদালত ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিকে বরখাস্ত করার পর এমন ঝুঁকিতে পড়ে যায় নাইজেরিয়া ফুটবল।
দেশটির ক্রীড়ামিন্ত্রী টামি ডানাগোগো গতকাল নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) প্রশাসক হিসেবে লরেঞ্চ কাটিকেনকে নিয়োগ দিয়েছেন।
গত সোমবার শেষ ষোলতে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে নাইজেরিয়ার বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাওয়ার পরপরই এমন ঘটনা ঘটল।
প্লাটেউ প্রদেশের একটি আদালত এনএফএফ’র নির্বাচিত সভাপতি আমিনু মাইগারি ও তার পরিষদের ওপড় স্থিতাদেশ দেয়ার পর ডানাগোগো এ পদপে নিলেন।
মন্ত্রীর এমন পদপে সরাসরি সরকারি হস্তেেপর সামিল। অতীতে এমন ঘটনায় বিশ্বে বহু দেশকে ফিফা নিষিদ্ধ করেছে।
দণি আফ্রিকায় ২০১০বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পরই সে বছরও ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছিল নাইজেরিয়া।
সে সময় দেশটির কেন্দ্রীয় সরকার কর্তৃক এনএফএফকে বরখাস্ত ও আন্তর্জাতিক সকল প্রকার প্রতিযোগিতা থেকে নাইজেরিয়া দলকে প্রত্যাহার করায় ফিফার নিষিদ্ধের ঝুকিতে পড়েছিল সুপার ঈগলরা।