ন্যাটোর গাড়িবহরে হামলা, ৪০০ তেলের গাড়ি পুড়ে ছাই
আফগানিস্তানে মোতায়েন দখলদার ন্যাটো বাহিনীর ৪০০ তেলের গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে এ ঘটনা ঘটেছে। আফগান পুলিশের মুখপাত্র হাশমতুল্লাহ স্তানেকজাই শনিবার জানিয়েছেন, গতরাতে রাজধানী কাবুলের উত্তরে পাগমান শহরের একটি ট্রাক টার্মিনালে এসব তেলের গাড়ি পুড়ে যায়। পুড়ে যাওয়া বেশিরভাগ ট্যাংকারে করে ন্যাটো সেনাদের জন্য তেল বহন করা হতো।
আফগান তালেবানরা এ ঘটনার দায়িত্ব স্বীকার করে বলেছে, তারা ৬০০ তেলের ট্যাংকার ও ট্রাক পুড়িয়ে দিয়েছে।
আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের জন্য পাকিস্তানের ভেতর দিয়ে জ্বালানি তেল ও অন্যান্য রসদ নেয়া হয় এবং তালেবানরা প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে। পাকিস্তান তালেবানরাও ন্যাটো সেনাদের তেল ও রসদবাহী বহু গাড়ি ধ্বংস করেছে।