শামসুন্নেছা উইমেন্স কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারী শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। নারী শিক্ষার মাধ্যমেই দেশের উন্নয়ন অগ্রগতি তরান্বিত হয়। নারী জাতিকে পিছনে রেখে দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। বর্তমান শিক্ষাবান্ধব সরকার নারী শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি এলাকায় নারী শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি সহ সার্বিক নিরাপত্তা বিধানে গ্রহণ করেছে নানা মুখী উদ্যোগ। বিশাল জনঅধ্যুষিত এ দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্রশংসনিয়। বিশেষ করে দক্ষিণ সুরমার পশ্চাদপদ নারী শিক্ষার উন্নয়নে স্থাপিত শামসুন্নেছা উইমেন্স কলেজ বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার দক্ষিণ সুরমার জালালপুর কাদিপুর শামসুন্নেছা উইমেন্স কলেজের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামসুন্নেছা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এক্সেলসিয়র সিলেটের ডাইরেক্টর ওয়াজেদ হাসান সেলিম, এক্সেলসিয়র সিলেটের এম.ডি সাঈদ চৌধুরী, মার্কেটিং ডাইরেক্টর আহমদ আলী, ডাইরেক্টর জিলু মিয়া, আব্দুল বারী, কয়সর খান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান কবির আহমদ, সদস্য গিয়াস উদ্দিন, মনসুর আহমদ, সমাজসেবী মুমিন মুন্না, কলেজের অধ্যক্ষ আজহার আহমদ, প্রভাষক আবুল হাসনাত, মহি উদ্দিন, মারুফ চৌধুরী, আব্দুল করিম, স্কুল শাখার সিনিয়র শিক্ষক নুরুল হক চৌধুরী মুন, সহকারী শিক্ষক রুহিনা বেগম, শাহিনা বেগম প্রমুখ।
প্রধান অতিথি নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।