পোলান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ১১
দক্ষিণ পোলান্ডে প্যারাস্যুট ক্লাবের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন প্রাণ হারিয়েছেন এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছের। স্থানীয় সংবাদ মাধ্যমে এ দুর্ঘটনার জন্যে অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করা হয়েছে।
এমার্জেন্সি সার্ভিসের একজন নারী মুখপাত্র জানান, বিমানটির ১২ যাত্রীর একজন বেঁচে গেছেন। তবে তিনি মারাত্মক আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছোট্ট বিমানটি বুদনিকি এয়ারফিল্ড থেকে ১২ যাত্রী নিয়ে উড্ডয়ন করে। আরোহীর ১১ জন প্যারাস্যুটিস্ট ও একজন পাইলট। তাৎক্ষণিভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
তবে পোলিশ সংবাদ মাধ্যম বলছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বিমানটির ইঞ্জিন বিগড়ে যায়। এ ছাড়া অস্বাভাবিক তাপমাত্রার কারণেও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলেও মনে করা হচ্ছে। পুলিশ ও কৌঁসুলিরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।