চলতি বছর উমরাহ ভিসা দেয়া হবে ৬০ লাখের বেশি
উমরাহ পালনেচ্ছুকদের জন্য ভিসার সংখ্যা চলতি বছর ৬০ লাখ ছাড়িয়ে যাবে মনে করে সৌদি হজ মন্ত্রণালয়। একমাত্র চলতি মাসেই ৪ লাখের বেশি লোক সৌদি আরবে এসে পৌঁছবেন বলে মনে করা হচ্ছে। হজ্জ বিষয়ক মন্ত্রী বন্দর আল হাজ্জার বলেন, সৌদি সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিপুলসংখ্যক উমরাহ পালনকারীর স্থান সঙ্কুলানের ও উমরাহ পালন সহজসাধ্য করে তোলার লক্ষ্যে কয়েকটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি বলেন, বৈচিত্র্য, গতি ও নৈপুণ্যের মানদন্ডে ঐতিহাসিকভাবে অনবদ্য ও অভূতপূর্ব বিবেচিত হবে আমাদের প্রকল্পগুলো। হজ্জ পালন ও মদিনা সফরের জন্য ভবিষ্যৎ আগমনকারীদের প্রয়োজন পূরণের লক্ষ্যে গৃহীত ব্যবস্থাগুলোকে সার্বজনীনভাবে উন্নত করতে সরকার চেষ্টা জারি রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদি আরবে প্রবেশের দিন থেকে শুরু করে প্রস্থানের দিনটি পর্যন্ত সর্বোত্তম খেদমত আগমনকারীদের পৌঁছানোই হচ্ছে সরকারের কাম্য।
মন্ত্রী বলেন, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের উন্নয়ন সাধন সৌদি সরকারের গৃহীত কর্মসূচিতে অগ্রাধিকার পেয়েছে। দুই পবিত্র মসজিদ ও হজ্জ সংশ্লিষ্ট সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়নের জন্য আড়াইশ বিলিয়নের বেশি সৌদি রিয়াল ইতোমধ্যে সরকার খরচ করেছে। মাতাফ এলাকা এমনভাবে সম্প্রসারণ করা হচ্ছে যাতে ৪৮ হাজার থেকে বেড়ে গিয়ে ১ লাখ ৩০ হাজার পর্যন্ত মানুষ প্রতি ঘণ্টায় পবিত্র কাবা প্রদক্ষিণ করতে পারেন।
দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ আব্দুল্লাহ ইতোমধ্যে নির্দেশ জারি করেছেন, মদিনাস্থিত মসজিদে নববীর সম্প্রসারণ কাজ অবিলম্বে শুরু হতে হবে যাতে দুবছরের কম সময়ের মধ্যে কাজটি শেষ করা যায়। কাজ শেষ হলে মসজিদের ইমারত সম্প্রসারিত হবে ৬ লাখ ১৪ হাজার ৮শ বর্গমিটার এলাকা পর্যন্ত। কাজ শেষ হলে ১০ লাখ মুসল্লির মসজিদের ভেতরে ও ৮ লাখের মসজিদ সংলগ্ন ক্ষেত্রগুলোয় স্থান সঙ্কুলান হতে পারবে।