৩ বছর বয়সে রোজা রাখল শিশু মারিয়াম

মাত্র তিন বছর বয়সে পূর্ণ রোজা রাখার গৌরব অর্জন করেছে শিশু মারিয়াম। গত বুধবার সারাদিন মারিয়াম তার বাবা-মায়ের সঙ্গে জীবনের রোজা প্রথম রাখলো। তার এই রোজা রাখায় গর্বিত মারিয়ামের মা ইফফার আবরু এবং বাবা রশিদ হাসান। তারা মারিয়ামকে রোজা রাখতে উৎসাহিত করেছেন বলেও জানান তার বাবা মা। সাধারণত অধিকাংশ মুসলিম পরিবারের বাচ্চারা ১০ বছর বয়স থেকে রোজা রাখা শুরু করে। মারিয়ামের মা ইফফার আবরু বলেন, আমি নিজে ছয় বছর বয়স থেকে রোজা রাখতে শুরু করেছিলাম। আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার মেয়ে আরো কম বয়স থেকেই পূর্ণ রোজা রাখতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, তিন বছর সাত মাস বয়সের মারিয়াম প্রথম রোজা রাখার পর আমাদের কাছে কোনো কিছুই আবদার করেনি। তার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শুধু বলেন, ‘আলহামদুলিল্লাহ’ সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে শুধু আল্লাহর ইচ্ছায়। মারিয়াম বলেন, বাবা-মা যে ইবাদত করতো আমি তাই অনুসরণ করতাম। পরবর্তী সময়ে বাবা-মা আমার কাছে রোজার তাৎপর্য বর্ণনা করার পর রোজা রাখার সিদ্ধান্ত নিই। মারিয়াম প্রতিদিন তার মায়ের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামায এবং তারাবিহ আদায় করে। তার বাবা-মা বলেন, মারিয়াম তার বয়সী শিশুদের জন্য দৃষ্টান্ত এবং অনুকরণীয়। সৌদি আরবের স্থানীয় একটি ইংরেজি দৈনিক পত্রিকা এই খবর প্রকাশ করে। খবরটি প্রকাশের পরপরই অনলাইনে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তার জন্য দোয়া করতে থাকেন। তবে শিশুটি কোন দেশের নাগরিক এবং বর্তমান তার অবস্থান কোন শহরে তা উল্লেখ করেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button