সিরিয়ার ৬৬ লাখ শিশুর সহায়তা প্রয়োজন
সিরিয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৬০ লাখেরও বেশি শিশুর জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘ শিশু সংস্থা শুক্রবার এ কথা জানিয়ে বলেছে, ২০১৩ সালের জুনের পর এ সংখ্যা প্রায় ২০ লাখ বেড়ে গেছে। ইউনিসেফের মুখপাত্র সিমন ইংরাম জেনেভায় সাংবাদিকদের বলেন, এ সংখ্যা বিস্ময়কর এবং তা খুব দ্রুতই বাড়ছে।
এদিকে তহবিলের অভাবে ইউনিসেফ শিশুদের জন্য কিছু সেবা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। সংস্থাটি সিরিয়ার অভ্যন্তরে ও শরণার্থী শিবিরে বসবাসকারী শিশুদের জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ৩৭ শতাংশ পেয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ইউনিসেফের ৭৭কোটি মার্কিন ডলার তহবিল প্রয়োজন। ইংরাম বলেন, তহবিল সংকটের কারণে সত্যিকার অর্থেই ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি বলেন, আমাদের হাতে প্রয়োজনীয় অর্থ না আসলে আমরা গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করে দিতে বাধ্য হবো যা এখন সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য সিরিয়ায় ২০১১ সালের মার্চে সংঘর্ষ শুরুর পর এক লাখ ৬২ হাজার লোক নিহত এবং লাখ লাখ লোক উদ্বাস্তু হয়ে পড়েছে।