জীবন্ত পোড়ানো হয়েছিল ফিলিস্তিনি কিশোরকে
ফিলিস্তিনি কিশোর আবু খাদিরকে (১৬) জীবন্ত অবস্থায় পোড়ানো হয়েছিল বলে জানিয়েছেন ফিলিস্তিনি অ্যাটর্নি জেনারেল। খবর রয়টার্স ও আল-জাজিরার।
নিহতের প্রথম ময়নাতদন্ত শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আল-আওয়ি বলেন, ‘মৃত্যুর প্রত্যক্ষ কারণ ছিল পোড়ানো। শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ফলেই এ জটিল অবস্থার সৃষ্টি হয়েছে।’ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফাকে দেয়া এক বক্তব্যে শুক্রবার রাতে এ কথা বলেন তিনি। এর আগে গত বুধবার পূর্ব জেরুসালেম থেকে ওই কিশোরকে অপহরণ করা হয়। অপহরণের কয়েক ঘণ্টা পর শহরের এক প্রান্তের জঙ্গলে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। গত জুনে ইসরায়েলি তিন কিশোর নিখোঁজ ও সম্প্রতি তাদের মৃতদেহ পাওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর জন্য ইহুদিবাদী ইসরায়েলের সরকারি বাহিনীকে দায়ী করেছে ফিলিস্তিন।
গত শুক্রবার খাদিরের জানাজা পড়ানো হয়। এ সময় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ ঘটে। এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার সামাজিক গণমাধ্যমে খাদিরের চাচাত ভাই ১৫ বছর বয়সী তারিক আবু খাদিরের কয়েকটি ছবি দেওয়া হয়েছে। সেখানে তাকে মারাত্মক আহতাবস্থায় দেখা গেছে। অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি কারাগারে দেশটির পুলিশ তার ওপর নির্যাতন চালাচ্ছে।