সাকিব আল হাসান ৬ মাস নিষিদ্ধ

Sakibবাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে নিষিদ্ধ করেছে। একইসাথে আগামী বছরের শেষ দিন অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি দেশের বাইরের কোনো লিগেও খেলতে পারবেন না। বোর্ডের নীতিমালা ভঙ্গ করার অভিযোগে আজ সোমবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই শাস্তি দেয়া হলো। তার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনুমতি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার অভিযোগ ওঠার পর আজ তাকে বোর্ডের সামনে বক্তব্য তুলে ধরতে ডেকে পাঠানো হয়। বোর্ডের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিসিবি বলছে, দেশের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবে না সাকিব। খেলতে পারবেন না ঘরোয়া কোনো ম্যাচেও। একই সাথে দেশের বাইরে আন্তর্জাতিক কোনো ম্যাচেও তাকে খেলতে অনুমতি দেওয়া হবে না। এমনকি জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না তিনি।
বিসিবির প্রধান নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব হাল হাসানের মতো ক্রিকেটার তিনি দেখেননি যিনি এরকম খারাপ আচরণ করেছেন। তার এই আচরণ দেশের অন্য ক্রিকেটারদের ওপরও প্রভাব ফেলছে, বলেন তিনি। এর আগেও সাকিব আল হাসানকে শাস্তি দেয়া হয়েছে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের সময়েও তাকে তিন মাসের জন্যে নিষিদ্ধ করা হয়েছিলো। সর্বশেষ এই শাস্তির ফলে আগামী আইপিএলেও খেলতে পারবেন না তিনি। এছাড়া তাকে ছাড়াই আগামী মাসের ওয়েস্টইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button