বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভারতে গেলেন ব্রিটিশ অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভারতের গেলেন ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ অসবর্ন ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। সোমবার দু’দিনের সফরে তারা ভারতে গেছেন। এ সফরে তারা দেশটির প্রতিরক্ষা ও অবকাঠামো ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ করা যায় সে বিষয়টি দেখবেন। এছাড়া যুক্তরাজ্যের ফার্মগুলোর জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা যায় কি না তারা সেটিও খতিয়ে দেখবেন। এবং ভারতীয়দেরও তাদের দেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করবেন। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। মোদী খুব শিগগিরই দেশটির অর্থনীতিকে আরো সমৃদ্ধ ও চাঙ্গা করার লক্ষ্যে এই ক্ষেত্রে নতুন করে সংস্কার আনতে পারেন বলে আশা করা হচ্ছে। আর নতুন এ অর্থনৈতিক নীতিতে যুক্তরাজ্য সহায়তা দিতে পারবে বলে জানান অসবর্ন।
অসবর্ন আরো বলেন, মোদী সরকার ভারতে আরো বিনিয়োগের ব্যাপারে তত্পর এবং আমি চাই এ সুবিধা ব্রিটিশ কোম্পানিগুলোই পাক। আর ব্রিটিশ সরকারও তাতে সমর্থন দিক এটাই আমাদের প্রত্যাশা।