সৌদিতে ৩২ বাংলাদেশি শ্রমিক আটক
রমযান মাসেও সৌদিতে থেমে নেই অবৈধ শ্রমিক ধরপাকড়ের অভিযান। গত রোববার ও সোমবার রিয়াদের বাথার অধুরে হারেস মার্কেট ও সব চাইতে বেশিবাংলাদেশি বসবাসকারী হারা (হাই আল উজারা) নামক এলাকা থেকে অভিযান
চালিয়ে সব দেশের শ্রমিক মিলিয়ে শতাধিক অবৈধ শ্রমিককে সে দেশের পুলিশগ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এর মধ্যে ৩২ জন বাংলাদেশি শ্রমিকও রয়েছে ।
সূত্র মতে, এখনও সৌদিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অবৈধ শ্রমিক রয়েছে।দেশের নিরাপত্তার স্বার্থে যারা সময় থাকাকালীন বৈধ হতে পারেনি বা দেশেওফেরত
যায়নি তাদের গ্রেপ্তারের জন্য এই অভিযান অব্যাহত রেখেছে বলে জানান সৌদিশ্রম মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলীয় অফিসের পরিচালক মোহাম্মদ আল ফালেহ।
গত বছর সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের বিশেষ ক্ষমাসহ অবৈধশ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ করে দেন। যা গ্রহণ করেছেন অনেক ভাগ্যবানপ্রবাসী।
আর চার লাখেরও বেশি অবৈধ শ্রমিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।