রাণীর জুতা কাহিনি
রাণী এলিজাবেথকে গত ৫০ বছর যাবত একই জুতা পড়তে দেখা গেছে। সম্প্রতি প্রিন্স ফিলিপের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডে সফরকালে রাণীর পায়ে যে জোড়া জুতা ছিল, তা দেখা গেছে ঠিক পাঁচ দশক আগেও।
ঘটনা হচ্ছে একই ডিজাইনের ভিন্ন ভিন্ন রঙের রানীর রয়েছে অনেক জোড়া জুতা। তিনি মূলত চিকন ধরনের সামান্য উঁচু হিলের জুতা পড়ে থাকেন। রানীর এই জুতার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত রয়েছেন চার সদস্যের একটি দল। এদের বলা হয় সিন্ডার। তারাই মূলত রানীর জুতার রক্ষণাবেক্ষনের ও তদারকির কাজ করে চলেছেন।
রাণী এলিজাবেথের এই বিশেষ ডিজাইনের জুতা তৈরি করে থাকে লন্ডনের অ্যানেলো অ্যান্ড ডেবিড অব কিংস্টোন জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতি জোড়া জুতা হাতে তৈরি। বাছুরের চামড়া দিয়ে রাণীর জুতা তৈরি করা হয়। প্রতি জোড়া জুতার মূল্য কমপক্ষে ১,০০০ পাউন্ড। একই ডিজাইনের কমপক্ষে ১০০ জোড়া জুতা রয়েছে তার। দিনে দশ জোড়ার বেশি জুতা বদলান না তিনি।