জিম্বাবুয়ের নির্বাচনের জয়লাভ করেছেন রবার্ট মুগাবে
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জিম্বাবুয়ের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ৬১ শতাংশ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছেন রবার্ট মুগাবে। আর তার চির প্রতিদ্বন্দ্বী ও ভাইস প্রেসিডেন্ট মরগ্যান চাঙ্গিরাই পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। গতকাল শনিবার ফল ঘোষণা করেছে জিম্বাবুয়ে নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে সংসদের ২১০ আসনের মধ্যে মুগাবের যানু-পিএফ দল ১৫৮টি আসন পেয়ে দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করেছে। এর ফলে তার দল বিদ্যমান বা চলতি সংবিধানে সংশোধনী আনতে ও নতুন আইন পাসে সমর্থ হবে।চাঙ্গিরাই-এর মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি-টি) দল এক সংবাদ সম্মেলনে তারা এ নির্বাচনকে ‘পুরোপুরি বর্জন করেছে’ বলে ঘোষণা দেয়ার পরই নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছে নির্বাচনের।গতকাল শনিবার রাজধানী হারারে’তে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে চাঙ্গিরাই এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে উল্লেখ করে বলেন, নির্বাচনী ফলের বিরুদ্ধে আইনসম্মতভাবে যা যা করণীয় আছে তা তিনি করবেন। এমডিসি নেতা আরো বলেন, এই ‘প্রতারণাপূর্ণ’ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে তাতে তার দল কোনোভাবেই অংশগ্রহণ করবে না।‘জাতীয় শোক পালন করা হচ্ছে গোটা দেশে,’ নির্বাচনী ফলাফলে মুগাবেকে জয়ী ঘোষণার কিছুক্ষণ আগে চাঙ্গিরাই বলেন, ‘কোর্টে যাবো আমরা।’মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, গভীর খুঁত ছিলো নির্বাচনী প্রক্রিয়ায়। তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই ফলাফলে। জনগণের আশা প্রতিফলিত হয়নি এতে।ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নির্বাচনের অনিয়ম ও অসচ্ছতার বিষয়ে তারা উদ্বিগ্ন।